অনলাইন ডেস্ক
গাজীপুরের বাইমাইল নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ৩ কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মৃতরা হলো – সাব্বির (২০), স্বাধীন (১৮) ও রনি (১৮)। তারা সবাই ভাওয়াল কলেজের ছাত্র ছিলেন।
রবিবার (৫ জুলাই) বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করেছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান বলেন, ‘বাইমাইল নদীরপাড়ে ৪০ থেকে ৫০ ফুট গভীর গর্তে দল বেঁধে গোসল করতে নামেন ১০ শিক্ষার্থী। হঠাৎ করে নদীর পানির সঙ্গে গর্তের পানি সমান হলে ৩ জন ডুবে যান।’
এ ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল থেকে সাব্বির নামে একজনের মরদেহ উদ্ধার করে। অন্য দুইজনের মরদেহ উদ্ধার করা হয় গাজীপুরের কোনাবাড়ি থেকে।
আরোও পড়তে পারেন : ইসকন নেতা চিন্ময় দাসের জামিন প্রশ্নে রুল শুনানি ৩০ এপ্রিল