গাজীপুরে তাজউদ্দিন হাসপাতালে পাওয়া যাবে করোনার চিকিৎসা
অনলাইন নিউজ ডেস্কঃ
করোনা রোগীদের চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালকে প্রস্তুত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
হাসপাতালের পরিচালক মো. খলিলুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তারা এ সংক্রান্ত প্রজ্ঞাপন পেয়েছেন। শুক্রবার প্রস্তুতির কাজ শুরু হচ্ছে। প্রস্তুত হতে চার-পাঁচ দিন সময় লাগবে।
৫০০ শয্যার তাজউদ্দিন হাসপাতালে বর্তমানে ৫৬ জন সাধরণ রোগী রয়েছেন জানিয়ে তিনি বলেন, তাদের অন্য হাসপাতালে পাঠানো হবে অথবা পাঠানো আবশ্যক না হলে ছুটি দেওয়া হবে। তারপর শুধু কোভিড-১৯ রোগী ভর্তি করা হবে। ইমারজেন্সি বা আউটডোর সেবার ব্যবস্থাও থাকবে না।
এ হাসপাতালে ১০ বেডের একটি আইসিইউ এবং চারটি ভেন্টিলেটর রয়েছে বলে তিনি জানান।
সাধারণ রোগীদের চিকিৎসা কোথায় হবে সে বিষয়য়ে তিন বলেন, তারা টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা উপজেলা হাসপাতালগুলোয় চিকিৎসা নিতে পারবেন।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা