অনলাইন ডেস্ক
নিহতের নাম-রাকিব মোল্লা (৩৫)। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের সদর থানাধীন দাক্ষিণখান এলাকার ইসমাইল মোল্লার ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি মেহেদী হাসান ও স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে রাকিব মোল্লাকে এলোপাতাড়ি কুপিয়ে স্থানীয় শহীদ হাজীর বাড়ির পাশের রাস্তায় উপর ফেলে রেখে চলে যায়। এলাকাবাসি তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাকিব মোল্লাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
ওসি মেহেদী হাসান আরো জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। তার মাথা, ঘাড় ও হাতসহ শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এলাকায় আধিপত্য বিস্তার এবং ডিশ ও ইন্টারনেটের ব্যবসা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কৃষকদলের গাজীপুর মহানগর শাখার আহবায়ক আতাউর রহমান জানান, কৃষকদলের গাজীপুর মহানগর শাখার প্রস্তাবিত যুগ্ম আহবায়ক রাকিব মোল্লা এবার সভাপতি প্রার্থী ছিলেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা