অনলাইন ডেস্ক
নেতানিয়াহু বলেন, ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে অন্তত ১৩ হাজার যোদ্ধা রয়েছেন। এ ছাড়া তিনি রাফাহ সীমান্তে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন। মিসরের সীমান্তবর্তী এ শহরে অন্তত ১৪ লাখ বাসিন্দা আশ্রয় নিয়েছেন।ইসরায়েলের প্রধানমন্ত্রী গাজায় নিহত যোদ্ধাদের নিয়ে মন্তব্য করলেও তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি। তিনি বলেন, রাফায় অভিযানের পরিধি বাড়ানো মূলত হামাসকে পরাজিত করার মূল চাবিকাঠি।নেতানিয়াহু বলেন, আমরা বিজয়ের খুব কাছাকাছি… আমরা রাফায় থাকা সন্ত্রাসীদের বিরুদ্ধে একবার সামরিক অভিযান শুরু করলে এটি মাত্র কয়েক সপ্তাহের প্রশ্ন।
এর আগে আলজাজিরা জানায়, গাজায় ইসরায়েলি হামলায় ৮০ শতাংশ বাড়িঘর বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। গাজার মিডিয়া অফিসের প্রধান সালামেহ মারুফ বলেন, গাজায় অব্যাহতভাবে খাবার আর আশ্রয়ের সংকট বাড়ছে। উপত্যকায় কোনো খাবার বা আশ্রয়ের জায়গা নেই বললেই চলে।
তিনি জানান, গত পাঁচ মাসের এ যুদ্ধে উপত্যকার ৮০ শতাংশ বাড়িঘর বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এ ছাড়া সেখানকার এক লাখ ২০ হাজার পরিবার দুর্ভিক্ষে ভুগছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস জানিয়েছেন, উত্তর গাজায় অপুষ্টি ভয়াবহ আকার ধারণ করেছে। শিশুরা অনাহারে মারা যাচ্ছে। জ্বালানি, খাদ্য ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি দেখা দিয়েছে। হাসপাতালের ভবন ধ্বংস হয়ে গেছে। প্রায় ৩ লাখ মানুষ খুব নগণ্য পরিমাণ খাবার ও বিশুদ্ধ পানির ওপর বসবাস করছেন।
গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা করে আসছে ইসরায়েল। এই যুদ্ধে ইসরায়েলের অন্যতম বড় সমর্থক ইউরোপের দেশ জার্মানি। ইতোমধ্যে গাজায় ইসরায়েলি হামলায় ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ৭২ হাজারের বেশি আহত হয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা