অনলাইন ডেস্ক
তবে ইসরাইলের এই ঘোষণা অগ্রাহ্য করে বাসিন্দাদের নিজ নিজ বাসস্থানে থাকার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়র্টাস এসব তথ্য নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যম জানায়, ইসরাইলের এ ঘোষণার পর থেকে গাজা শহর ছাড়তে দেখা যায় অনেক বাসিন্দাকে। তবে হামাস স্থানীয়দের নিজ বাড়িতে থাকার আহ্বান জানায়। ফিলিস্তিনিদের রক্ষার জন্য লড়ে যাওয়ার অঙ্গীকারের কথাও জানান হামাস।
এদিকে, জাতিসংঘের পক্ষ থেকে ইসরাইলের এই নির্দেশনা প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানানো হয়। না হলে ভয়ঙ্কর মানবিক সঙ্কট তৈরি হবে বলেও সতর্ক করে জাতিসংঘ।
ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র রিয়াল অ্যাডমিরাল দানিয়েল হাগারি জানান, তাদের পদাতিক বাহিনী ট্যাংকের সহায়তা নিয়ে গাজার ভেতরে অভিযান চালিয়েছে। ফিলিস্তিনি রকেট হামলাকারীদের ‘নির্মূল’ করার পাশাপাশি হামাসের হাতে জিম্মি ইসরাইলিদের অবস্থান জানার চেষ্টা করছে তারা।
উল্লেখ্য, গাজায় টানা এক সপ্তাহ ধরে হামলার পর এই প্রথম স্থল অভিযানের ঘোষণা দিয়েছে ইসরাইল।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা