দক্ষিণ গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। শুক্রবার সকালে এ হামলা চালানো হয়। তবে হামলায় কতজন হতাহত হয়েছে তা জানানো হয়নি। খবর ইয়েনি শাফাক।
তুর্কি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদলু এজেন্সির এক সাংবাদিক জানিয়েছে, রাফাহ শহরে ইসরাইলি বিমান থেকে পরপর ১০টি বিমান হামলা চালানো হয়েছে।
হামলার পরে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনো হতাহতের খবর জানানো হয়নি। তবে বিমান হামলায় শহরটির কিছু বাড়ি ও পানি ব্যবস্থাপনা ক্ষতিগ্রস্থ হয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, হামাস মাটির নিচে সুড়ঙ্গ (টানেল) নির্মাণ করে সেখানে অস্ত্র তৈরি করছিল। সেসব জায়গা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।
সেনাবাহিনী আরও বলেছে, এর আগে বৃহস্পতিবার গাজা উপত্যকা থেকে রকেট হামলার জবাবে এ বিমান হামলা চালানো হয়েছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা