অনলাইন ডেস্ক
ইসরাইলের হত্যাযজ্ঞের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। অবিলম্বে রক্তপাত বন্ধের দাবি জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। যুদ্ধ বন্ধে সংযুক্ত আরব আমিরাত ও চীনের আহ্বানে আজ রুদ্ধদ্বার বৈঠকে বসবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
আকাশ ও স্থল পথে ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক হামলা চলাচ্ছে ইসরাইলি বাহিনী। রোববার আবারও গাজায় ইন্টারনেট ও ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ইসরাইল। সব যোগাযোগ ব্যবস্থা বন্ধ রেখে গাজায় হামলা চালায় তারা। হতাহত হয়েছে বহু মানুষ।
সামরিক হামলা চালিয়ে গাজা উপত্যকাকে দুই ভাগ করে ফেলার দাবি জানিয়েছে ইসরাইল। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, ইসরাইলি সেনারা গাজা ঘিরে রেখেছে। হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে তারা। ইসরাইল জানিয়েছে, ৭ই অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ১১ হাজার হামলা চালিয়েছে তারা। ব্যবহার করেছে দশ হাজারেরও বেশি বোমা।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে প্যারাসুটের মাধ্যমে চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দিয়েছে জর্ডানের বিমানবাহিনীর সেনারা। এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেন, ইসরাইলের বর্বরতা থেকে গাজাবাসীকে রক্ষা করা মানবিক দায়িত্ব। কিন্তু পশ্চিমা বিশ্ব এই আগ্রাসনে ইন্ধন যোগাচ্ছে। এই যুদ্ধে ফিলিস্তিনিদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এরদোয়ান।
ইসরাইল-হামাস সংঘাতের মধ্যে দ্বিতীয় দফায় মধ্যপ্রাচ্য সফর করছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সোমবার আঙ্কারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। তবে, তার এই সফরের প্রতিবাদে এবং গাজায় গণহত্যা বন্ধে তুরস্কে বিক্ষোভ করেছে শত শত মানুষ। এ সময় মার্কিন সামরিক ঘাঁটির বাইরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ছোড়ে পুলিশ। এছাড়াও, গাজায় ইসরাইলের হত্যাযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা