অনলাইন ডেস্ক
গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় নিরাপদ এলাকা বলে ঘোষিত অন্তত ২০টি তাঁবুতে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। মঙ্গলবার ভোরের আগে এ হামলার ঘটনা ঘটে। এ সময় বাস্তুচ্যুতরা তাঁবুতে ঘুমাচ্ছিলেন।
গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী খান ইউনিস এবং নিকটবর্তী রাফায় স্থল আক্রমণের সময় উপকূলীয় এই অঞ্চলটিকে ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষণা করেছিল। এরপর থেকে আল-মাওয়াসির এই তাঁবু ক্যাম্পে অনেক ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।
জীবিতদের উদ্ধারকারীরা বলেছেন, হামলার পর তারা তাঁবুর শিবিরে ৯ মিটার (৩০ ফুট) পর্যন্ত গভীর গর্ত খুঁজে পেয়েছেন। প্রত্যক্ষদর্শীরা ওই এলাকায় বিশৃঙ্খল দৃশ্য বর্ণনা করেছেন।
গাজার সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র বলেছেন, আক্রমণটি ‘এই উন্মত্ত যুদ্ধের সবচেয়ে জঘন্য গণহত্যাগুলোর একটি’। এখনও অনেকে ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছে বলে ধারণা তাদের।
এদিকে আবাসস্থলের সংকটের পাশাপাশি গাজা উপত্যকায় বাড়ছে খাদ্য সংকট। এতে মানবিক বিপর্যয়ের মুখে গাজার প্রায় ২২ লাখ বাসিন্দা। ইসরাইলি বাহিনীর ১১ মাসের রবশি সময় ধরে চালানো তাণ্ডবে ধুলিস্যাৎ হয়ে গেছে সব স্থাপনা। উপত্যকাটি পরিণত হয়েছে কংক্রিটের ধ্বংসস্তুপে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা