অনলাইন ডেস্ক
৫৮ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজধানীতে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গতকাল (শনিবার) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ১৯৬৫ সালে ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ উঠেছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। এরপর গতকালের তাপমাত্রাই সর্বোচ্চ।
এছাড়া, ৮ বছরের মধ্যে এবার সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গা। এর আগে, ২০১৪ সালের ২১শে মে ৪৩ দশমিত ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এই জেলায়।
পাশের জেলা মেহেরপুরেও, শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার ছিল ৪১ ডিগ্রি।
আবহাওয়া অফিসের তথ্যমতে, দেশের সব অঞ্চলের ওপর দিয়ে বইছে মৃদু থেকে তীব্র ধরনের তাপপ্রবাহ। এরমধ্যে রাজধানীসহ ১৭ জেলার ওপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। টানা কয়েকদিনের গরমে অতিষ্ঠ জনজীবন। ঘরের বাইরে সবখানে থাকা কঠিন হয়ে পড়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, টানা এক সপ্তাহের বেশি বয়ে চলা তাপপ্রবাহ যা আরও কয়েকদিন অব্যাহত থাকবে। এ সপ্তাহের শেষদিকে বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। তখন গরম কিছুটা কমে আসবে।
আবহাওয়াবিষয়ক বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের পর্যবেক্ষণ অনুযায়ী, আগামী কয়েক দিন ঢাকাসহ দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। সেই সঙ্গে বাতাসে আর্দ্রতা বাড়বে। ফলে গরমের কষ্ট বাড়তে পারে। এ ধরনের পরিস্থিতিতে তারা জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার ও পর্যাপ্ত পানীয় পানের পরামর্শ দিয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা