অনলাইন ডেস্ক
স্থানীয়দের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, রোববারের এই বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে বিমানবন্দরের প্রায় এক কিলোমিটার পর্যন্ত সেই বিকট শব্দ শোনা গেছে। তবে, বিস্ফোরণের ঘটনায় এখনও কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে আহত হয়েছেন বেশ কয়েকজন।
বিস্ফোরণে দু’টি বারাক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বায়ুসেনার কোনও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়নি। বিস্ফোরণের খবর পেয়ে ওই এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থলে পৌঁছন ফরেন্সিক দল এবং বম্ব স্কোয়াডের আধিকারিকরা। এনআইএ-র আধিকারিকরা বিষয়টি তদন্ত করে দেখবেন।
এদিকে বিস্ফোরণের পর পুরো জম্মু এলাকায় কড়া সতর্কতা দারি করেছে ভারতীয় প্রশাসন। ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। এই ঘটনায় ইতোমধ্যেই সন্দেহভাজন দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন বিচ্ছিন্নতাবাদী। স্থানীয় নারওয়াল অঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে বলেও দাবি করেছে পুলিশ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা