অনলাইন ডেস্ক
রবিবার (২৩ আগস্ট) সেনা হাসপাতালের তরফে বিবৃতি দিয়ে এ খবর জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রণববাবুর ভাইটাল প্যারামিটারগুলো স্থিতিশীল ও তাঁকে ভেন্টিলেটর সাপোর্টেই রাখা হয়েছে।
ভেন্টিলেটর সাপোর্ট ও কোমায় থাকাকালীনই গত বুধবার প্রণব মুখার্জীর ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ে। গত বৃহস্পতিবার অবশ্য কিছুটা উন্নতি হয় বলে জানিয়েছিল সেনা হাসপাতাল।
তবে গত শুক্রবার থেকেই জানানো হচ্ছে যে প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি।
মস্তিষ্কে আঘাত পাওয়ায় ১০ অগাস্ট দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করা হয় প্রণব মুখোপাধ্যায়কে। মাথায় জমাট বাঁধা রক্ত দূর করতে তাঁর অস্ত্রোপচার হয়। তারপর থেকেই আর জ্ঞান ফেরেনি প্রাক্তন রাষ্ট্রপতির। বর্তমানে গভীর কোমায় রয়েছেন তিনি।
তাঁর মৃত্যুর গুজব উড়িয়ে গত রবিবার অবশ্য প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থা নিয়ে প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘পরিস্থিতির উন্নতি হয়েছে। ভগবানের আশার্বাদ ও মানুষের শুভেচ্ছায় বাবা আমাদের মধ্যে দ্রুত ফিরে আসবেন।’
গত বছর দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্নে ভূষিত করা হয়েছে তাঁকে। ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত রাষ্ট্রপতি পদে ছিলেন প্রণব মুখোপাধ্যায়।
তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই দলমত নির্বিশেষে ট্যুইট করে আরোগ্য কামনা করেছেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা