অনলাইন ডেস্ক
আজ রোববার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
এসময় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আসার পর স্বাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছে, বিনামূল্যে বই দেওয়ার ব্যবস্থা করেছি আমরা। যেসব এলাকায় স্কুল ছিল না সেখানে স্কুল করে দেওয়া হয়েছে। এমনকি পাহাড়ি দুর্গম অঞ্চলেও আমরা স্কুল করে দিয়েছি। করোনার ভেতর যখন কেউ ঘর থেকে বের হতে পারেনি তখন আমরা অনলাইনের মাধ্যমে ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছি।
তিনি বলেন, বিজ্ঞান বিষয়ে আমাদের অগ্রাধিকার ছিল। এজন্য আমরা ১২টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়া। এর মূল ভিত্তি হবে জ্ঞানভিত্তিক শিক্ষা। কারণ আমরা বাংলাদেশকে দারিদ্যমুক্ত করার যে লক্ষ্য নিয়েছি তা শিক্ষিত জাতি ছাড়া সম্ভব না।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর স্বাক্ষরতার হার কমেছে। তার পরীক্ষার সময় হরতাল-অবরোধ দিয়ে শিক্ষার্থীদের ক্ষতি করেছে। আবার তাদের সেই কর্মকাণ্ড শুরু হয়েছে।
এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসাথে যারা উত্তীর্ণ হতে পারেননি তাদের হতাশ না হয়ে নতুন উদ্যমে পড়ালেখার আহ্বান জানিয়েছেন।
যারা উত্তীর্ণ হতে পারেনি তাদের হতাশ না হওয়ার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি আহ্বান জানান বিশেষ লক্ষ্য রাখার জন্য। যাতে ভবিষ্যতে তারা ভালো ফল করতে পারে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা