ডেঙ্গু আক্রান্তের হার অক্টোবরের শেষ সপ্তাহে এসে ত ২৪ ঘন্টায় ২০৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এতথ্য জানান।
তিনি জানান, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯৪,৮৬৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৯৩,৬৬৪ জন।
তিনি জানান, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৯৫২ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বতর্ মানে সর্বমোট ভর্তি রোগী ৪৩৭ জন। অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ভর্তি রোগী ৫১৫ জন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় (২৫ অক্টোবর সকাল ৮টা থেকে ২৬ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত নতুন ভর্তি রোগী ২০৩ জন। গত ২৪ ঘন্টায় ঢাকায় নতুন ভর্তি রোগী ৮৮ জন।গত ২৪ ঘন্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগী ১১৫ জন।
এদিকে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২৪৮ টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। এরমধ্যে আইইডিসিআর ১৭১ টি মৃত্যু পর্যালোচনা সমাপ্ত করে ১০৭ টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সাধারণত সেপ্টেম্বর মাসের শেষে ডেঙ্গু রোগীর সংখ্যা কমে যায়। কিন্তু এবার অব্যাহত বৃষ্টির কারণে রোগী কমছেনা। এখনো ২০৩ জন রোগী থাকাটা অবশ্যই চিন্তার। তাই, সবাইকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকতে হবে। কাউকে যেন মশায় না কামড়াতে পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা