স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১১৮ জন। রবিবার (১০ নভেম্বর) তিনি এতথ্য জানান।
তিনি জানান, ২০১৯ সালে ৯৭,৮০১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। এরমধ্যে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা ৯৬,৭৭৬ জন।বর্তমানে দেশের বিভিন্নসরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তিরোগী ৭৭৪ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তিরোগী ৩২৬ জন।অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ভর্তিরোগী ৪৪৮ জন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় (০৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) নতুন ভর্তিরোগী ১১৮ জন।গত ২৪ ঘন্টায় ঢাকায় নতুন ভর্তিরোগী ৪৮ জন।গত ২৪ ঘন্টায় ঢাকার বাইরে নতুন ভর্তিরোগী ৭০ জন।
তিনি জানান, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গুসন্দেহে ২৫১ টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। এরমধ্যে আইইডিসিআর ১৭৯ টি মৃত্যু পর্যালোচনা সমাপ্ত করে ১১২ টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।
তিনি জানান , গত ২৪ ঘন্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা