অনলাইন ডেস্ক
শুক্রবার (২৫ মার্চ) বিকেলে গণহত্যা দিবস উপলক্ষ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের যৌথ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্ববান জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা সাহস নিয়ে যুদ্ধাপরাধীদের বিচার করেছেন। তিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি এনেছেন। শেখ হাসিনার পক্ষেই সম্ভব ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি আদায় করা। সেই সাহস সেই মনোবল, সেই নেতৃত্বের দক্ষতা একমাত্র শেখ হাসিনার আছে। এ দাবিতে শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার পক্ষের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে।’
তিনি আরো বলেন, ‘আমরা এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে রুখে দাঁড়াবার লক্ষ্যে গণহত্যা দিবস পালন করছি। পাকিস্তানি হানাদার বাহিনী তাদের দোসররা বিভিন্নভাবে বাংলার মাটিতে রক্তের বন্যা বইয়ে দিয়েছে।’
বিশ্বে অনেক হত্যাকাণ্ডকে গণহত্যার স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গ তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘পাকিস্তান আজ পর্যন্ত একাত্তরের গণহত্যার জন্য কোনো ফোরামে ক্ষমা চায়নি। তারা আমাদের ঘাড়ের ওপর তাদের নাগরিকদের চাপিয়ে রেখেছে বছরের পর বছর। পাকিস্তান যুদ্ধ থেকে আজ পর্যন্ত পাওনা বুঝিয়ে দেয়নি। পাকিস্তান বিশ্বের কোনো ফোরামে এ নিয়ে জবাবদিহি করেনি। আমাদের দাবি, আমাদেরকে আদায় করতে হবে। এই দাবিকে পার্টি এজেন্ডা হিসেবে নিতে হবে।‘
ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সহ-সভাপতি মাহবুবুর রহমান হিরণসহ মহানগর নেতারা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা