অনলাইন ডেস্ক
রাজধানীর সড়কগুলো ঘুরে দেখা গেছে, নগরীর গণপরিবহনগুলোতে যাত্রী ওঠা-নামায় কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। আবার চালক, হেলপার, কন্ডাক্টররাও কোনো নিয়ম না মেনেই নির্ধারিত আসনের চেয়ে বেশি যাত্রী তুলছেন।
বিআরটিএ-এর উপ-পরিচালক (আইন) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘সম্প্রতি আমরা পরিবহন মালিক, হাইওয়ে পুলিশ, বিভিন্ন জেলার ডিসি-এসপিদের সঙ্গে বৈঠক করেছি। বৈঠকে বলা হয়েছে, পরিবহনগুলোতে যেন আগের মতোই যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা হয়।’
মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘বৈঠকের পর পরিবহন মালিক ও পরিবহন সংশ্লিষ্ট সংগঠনগুলোকে চিঠি দিয়েছি। চিঠিতে বলা হয়েছে, চালকরা যেন ঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালান। গাড়িতে অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। গাড়ি জীবাণুনাশক স্প্রে দিয়ে বার বার জীবাণুমুক্ত করতে হবে। আর সব চেয়ে বেশি নজর দিতে বলেছি মাস্ক পরার বিষয়ে। যাত্রী থেকে শুরু করে ড্রাইভার ও হেল্পার; সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। না হলে ম্যাজিস্ট্রেটরা জরিমানা করবেন।’
‘করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় অর্ধেক যাত্রী নেওয়ার নিয়ম আবার চালু হবে কি না’, এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘দেশের পরিস্থিতি এখনো অতটা খারাপ হয়নি। যেভাবে যাত্রী নিয়ে গাড়ি চলাচল করছে, সেভাবেই আপাতত চলবে। আর ভিন্ন কোনো সিদ্ধান্ত নিতে গেলে অনেক বৈঠক করতে হয়। অনেক ভেবে চিনতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। তাই এখন পর্যন্ত এমন চিন্তা আমাদের নেই।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা