বছরের প্রথম দিনে সারাদেশে অর্ধশতাধিক ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
বৃহস্পতিবার ( ১৬ জানুয়ারি) সংগঠনটি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি আমরা লক্ষ্য করছি যে ধর্ষণ, গণধর্ষণ সহ নারী, কন্যাশিশুর প্রতি সহিংসতা দেশে ভয়াবহ হারে বৃদ্ধি পেয়েছে। ইংরেজী নতুন বৎসরের প্রথম পনের দিনেই প্রায় অর্ধশত নারী ধর্ষণের শিকার হয়েছে। বৃদ্ধি পাচ্ছে সহিংসতার মাত্রাও। যুক্ত হয়েছে সাইবার ক্রাইমের মতো নির্যাতন। বাংলাদেশ মহিলা পরিষদ এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করছে।
আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রায় প্রতিটি নারী নির্যাতনের ক্ষেত্রেই আপরাধ করেও অপরাধীরা নির্বিঘ্নে সমাজে চলাফেরা করছে। যার ফলে ভিকটিমের পরিবার সঠিক ও সুষ্ঠু বিচার থেকে বঞ্চিত হচ্ছে। এরফলে হত্যা, আত্মহত্যার মতো ঘটনা ঘটছে অহরহ। বর্তমান অবস্থা চলতে থাকলে সুস্থ, গণতান্ত্রিক, মানবিক, পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন করা সম্ভব হবে না।
বাংলাদেশ মহিলা পরিষদ ধর্ষণ, গণধর্ষণ সহ নারীর প্রতি যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধ ও পুনরাবৃত্তি রোধে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছে। অপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে একই সাথে নারীর প্রতি সহিংসতা, যৌন হয়রানি, ধর্ষণের বিরুদ্ধে সমাজের সকলের প্রতি দায়িত্বশীল সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা