বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার প্রথম মেয়র সাদেক হোসেন খোকার মরদেহ আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে৮টার দিকে ঢাকায় পৌঁছাবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির বলেন, খোকার সঙ্গে থাকা তার স্ত্রী ইসমত হোসেন, একমাত্র মেয়ে সারিকা সাদেক ও দুই ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন ও ইশফাক হোসেনও দেশে ফিরবেন। রাজধানীর জুরাইন কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে সমাহিত করার প্রস্তুতি চলছে।
পারিবারিক সূত্রমতে, এরই মধ্যে নিউইয়র্ক থেকে মরদেহ দেশে পাঠানোর সমস্ত আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। নিউইয়র্ক সময় মঙ্গলবার রাত ১১টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ১০টা) জনএফ কেনেডি বিমানবন্দর থেকে তার মরদেহ নিয়ে যাত্রা শুরু করবেন স্বজনরা।
সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে বাংলাদেশ সময় সোমবার বেলা আড়াইটায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
গত ১৮ অক্টোবর থেকে নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। তিনি চিকিৎসার জন্য ২০১৪ সালে স্ত্রীকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং ২০১৭ সালে তাঁদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়।
২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের কয়েক দিন আগে সাদেক হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে তিনি রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি হন।
২০১৪ সালের ১৪ মে চিকিৎসা করানোর জন্য যুক্তরাষ্ট্রে যান। মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই চিকিৎসা নিচ্ছিলেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা