অনলাইন ডেস্ক
এমনিতে আইপিএলে খেলোয়াড়রা জৈব-সুরক্ষা বলয়ের মধ্যেই থাকছেন। তবে টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার-রাজস্থান রয়্যালসের অ্যান্ড্রু টাই, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের অ্যাডাম জ্যাম্পা ও কেন রিচার্ডসন। টাই ফিরে গেছেন দেশে। ফেরার অপেক্ষায় আছেন জ্যাম্পা ও রিচার্ডসন। জৈব-সুরক্ষা বলয়ের মানসিক ধকলের কথা জানিয়ে আগেই দেশে ফিরে গেছেন রাজস্থানের ইংলিশ ব্যাটসম্যান লিয়াম লিভিংস্টোন। পরিবারের পাশে থাকতে টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও। বিসিসিআই’র প্রধান অপারেটিং অফিসার হেমাং আমিন জানান, ‘আমরা বুঝতে পারছি, টুর্নামেন্ট শেষে আপনাদের বাড়ি ফেরা নিয়ে চিন্তা আছে। আমরা আপনাদের আশ্বস্ত করছি এটা নিয়ে চিন্তার কিছু নেই। নিরাপদে আপনাদের গন্তব্যে পৌঁছে দিতে বিসিসিআই সব ব্যবস্থা করবে।’
তিনি আরও বলেন, বিসিসিআই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আপনাদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আমাদের দায়িত্ব শেষ হবে না। মহামারীকালে খেলোয়াড়দের ঝুঁকি ও ভ্রমণ কমিয়ে আনার জন্য এবারের আইপিএলে একই সময়ে দুটি ভেন্যুতে ম্যাচ আয়োজন করা হচ্ছে। প্রথম পর্ব হয়েছে মুম্বাই ও চেন্নাইয়ে। দ্বিতীয় পর্ব শুরু হয়েছে সোমবার। এই পর্বের ম্যাচ হবে আহমেদাবাদ ও দিল্লিতে। এরপর খেলা হবে বেঙ্গালুরু ও কলকাতায়। সবশেষ প্লে-অফের ম্যাচগুলোর জন্য আইপিএল ফিরবে আহমেদাবাদে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা