অনলাইন ডেস্ক
বুধবার (২৭ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে শেরে বাংলা ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি তিনি এ কথা বলেন।
কলাবাগান তেঁতুলতলা মাঠে থানা ভবন বানানোর প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, এরকম অসংখ্য ঘটনা রয়েছে। মানুষের কোথাও কোনো নিরাপত্তা নেই। মাঠ রক্ষার আন্দোলন করাতে উল্টো মা আর ছেলেকে থানা হাজতে থাকতে হয়েছে। কী করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে বেশি হয়রানি করা যায় সে ব্যবস্থা করা হচ্ছে।
নিউমার্কেটের ব্যবসায়ী ও ছাত্রদের সংঘর্ষ বিষয়ে মির্জা ফখরুল বলেন, সংঘর্ষে দু’জন প্রাণ হারালেন, অথচ পুলিশ হত্যাকারীদের না ধরতে পেরে প্রথমেই বিএনপি নেতাদের গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে। তাদেরকে রিমান্ডে নিয়েছে। দিনের মতো স্পষ্টভাবে সব গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে এসেছে এ ঘটনার জন্য মূলত ছাত্রলীগের সন্ত্রাসীরাই দায়ী।
বিরোধী দলের রাজনীতিকে ধ্বংস করা হচ্ছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জড়িয়ে রাখা হয়েছে। এই যে মিথ্যাচার করছে সে জন্যই আমরা বলি, আওয়ামী লীগ জনগণের বিপক্ষে অবস্থান নেওয়ার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষেও অবস্থান নিয়েছে।
তিনি বলেন, এই জাতির ওপর ভয়াবহ আগ্রাসন শুরু হয়েছে। ইতিহাস, সংস্কৃতি, অর্থনৈতিক ও রাজনৈতিক এসব আগ্রাসন রুখতে হবে। কারণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকারের আগ্রাসনটা সর্বগ্রাসী। তারা একদিকে ইতিহাস বিকৃত করছে, অন্যদিকে অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে ফেলছে।
আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেরেবাংলা এ কে এম ফজলুল হক বাংলাদেশের ইতিহাসে যেখানে থাকার কথা, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে, আমাদের নীতি নির্ধারক অঙ্গনে, ঐতিহাসিক অঙ্গনে সেটা অনুপস্থিতি।
তিনি বলেন, আজকে যে ধরনের ইতিহাস রচনা করা হচ্ছে, সেটা সঠিক ইতিহাস নয়। এই ইতিহাসের পাতায় হারিয়ে গেলে চলবে না। আজকে কিছু কিছু গোষ্ঠী রাজনীতিবিদ তাদের নিজস্ব ইতিহাস রচনা করেছে। একটি রাজনৈতিক দল তারা তাদের ইতিহাস রচনা করছে। রাজনীতিবিদরা যখন ইতিহাস রচনা করে সেটা তখন ইতিহাস হয় না, সেটা হয় প্রোপাগান্ডা। তাই ইতিহাস রচনা করতে হবে ইতিহাসবিদদের।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আওয়ামী লীগের নাম অনেকবার পরিবর্তন হলেও তাদের চরিত্র পরিবর্তন হয় নাই। আওয়ামী লীগের জন্মের সময় নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, এরপর নামকরণ করলেন পাকিস্তান আওয়ামী লীগ, তারপরে নাম পরিবর্তন করে করলেন বাকশাল, এরপরে পরিবর্তন করে আওয়ামী লীগ রাখলেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা