অনলাইন ডেস্ক
এবারের দুই টেস্টের সফরের আগে নিউজিল্যান্ডের মাটিতে কোনো সংস্করণেই জয় ছিল না বাংলাদেশ দলের। নিউজিল্যান্ড সফর মানেই যেন হয়ে দাঁড়িয়েছিল হতাশার উপাখ্যান। সে জায়গায় এবার প্রথম টেস্ট জিতে সিরিজ ড্র করে ফিরেও কেন মুমিনুল আজ বিকেলে হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে বললেন, ‘একজন অধিনায়ক হিসেবে আমি খুব একটা খুশি নই!’
অধিনায়ক মুমিনুল খুশি নন, কারণ, প্রথম টেস্টে জিতলেও ক্রাইস্টচার্চের দ্বিতীয় টেস্টটা বাংলাদেশ হেরেছে তিন দিনে। বিমানবন্দরে আজ মুমিনুলই বলছিলেন, ‘কোনো সময় আপনি ভালো খেলবেন, কোনো সময় খারাপ খেলবেন। কোনো সময় প্রক্রিয়া ঠিক থাকবে, কোনো সময় থাকবে না। আলহামদুলিল্লাহ যে আমরা একটা ম্যাচ জিতেছি। তবে শেষ ম্যাচে যেভাবে খেলেছি, একজন অধিনায়ক হিসেবে আমি খুব একটা খুশি নই। আমাদের দ্বিতীয় টেস্টটা আরও ভালো খেলা উচিত ছিল।’
তবে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল তিন দিনে হারায় কেউ যদি ভেবে বসেন প্রথম টেস্টের জয়টা ‘ফ্লুক’ ছিল, সেটা আবার মানবেন না টেস্ট অধিনায়ক, ‘কোনো ক্যারিশমা নয়, কোনো জাদুমন্ত্রও ছিল না। আমরা আমাদের প্রক্রিয়াটা ঠিক রাখার চেষ্টা করেছি। আমরা চেষ্টা করছি দল হিসেবে ভালো খেলতে। বাংলাদেশ দল তখনই ভালো করে যখন সবাই পারফর্ম করে। বিশেষ করে টেস্টে। টেস্টে আমরা তখনই ভালো করি যখন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই দল হিসেবে ভালো খেলি।’
এবারের নিউজিল্যান্ড সফর থেকে নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরেছে বাংলাদেশ দল। তারা এখন জানে নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে টেস্টে হারাতে হলে কী করতে হবে। মুমিনুল অল্প কথায় ব্যাখ্যা করলেন সেটা, ‘শুধু উইকেট বা কন্ডিশনের অজুহাত দিলে হবে না। আমি পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও বলেছিলাম, বিদেশে জিততে হলে মানসিকতাটা গুরুত্বপূর্ণ। মানসিকতা যদি এমন হয় যে আমি নিউজিল্যান্ডে যাব, কি–না–কি হয়—তাহলে হবে না। শরীরী ভাষায় আপনাকে আশাবাদী হতে হবে। দিন শেষে আপনার মানসিকতার ওপরই নির্ভর করবে বিদেশের মাটিতে আপনি কেমন খেলবেন।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা