অনলাইন ডেস্ক
জিমনেশিয়াম নির্মাণ কাজ শুরু পর বাফুফে সভাপতি জানিয়েছিলেন চলতি বছরের মার্চের মধ্যে শেষ হবে জিমনেশিয়াম তৈরির কাজ। নির্ধারিত সময়ের মধ্যে জিমনেশিয়াম তৈরি করা হলেও উদ্বোধনের অপেক্ষায় ছিল। তবে করোনাভাইরাস মহামারির কারণে দফায় দফায় লকডাউন এবং বিধিনিষেধের কারণে তা আর উদ্বোধন করা হয়নি।
তবে এবার আর আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় না থেকে খুলে দেওয়া হয়েছে বাফুফের জিমনেশিয়াম। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, ‘জিমনেশিয়াম তৈরি করা উদ্বোধনের অপেক্ষায় ছিলাম। করোনা পরিস্থিতির উন্নতি হলে এবং লকডাউন ও বিধি নিষেধ না থাকলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। তবে তার আগেই ২৪ জুলাই থেকে ক্যাম্পে থাকা নারী ফুটবলারদের ব্যবহারের জন্য জিমনেশিয়াম খুলে দেওয়া হয়েছে।’
তমা গ্রুপের পৃষ্ঠপোষকতায় বাফুফের বহুল প্রতিক্ষিত এ জিমনেশিয়াম উদ্বোধন করা হয়েছে। বাফুফে সভাপতির পরিকল্পনা অনুযায়ী জমকালো অনুষ্ঠানের মাধ্যমে জিমনেশিয়াম উদ্বোধন করার কথা থাকলেও করোনা ভাইরাস মহামারির কারণে তা আপাতত সম্ভব হচ্ছে না।
সেপ্টেম্বরে এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের প্রস্তুতির জন্য মেয়েদের ক্যাম্প চলমান রয়েছে। বাফুফে ভবনের ক্যাম্পে থাকা মেয়েরা তাদের প্রয়োজন অনুযায়ী জিমনেশিয়াম ব্যবহার করছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা