অনলাইন ডেস্ক
পার্ক কর্তৃপক্ষ বলছেন, এখনো করোনাভাইরাস পুরোপুরি নিয়ন্ত্রণে না আসার কারণে পার্কে দেশি-বিদেশি পর্যটক-দর্শনার্থীর তেমন আগমন ঘটছে না। তার ওপর মাঝারি বৃষ্টিপাতও অব্যাহত রয়েছে। এসব কারণে পার্কে পর্যটক-দর্শনার্থীর সংখ্যা একেবারেই নগন্য। তবে আরো কয়েকদিন গেলেই চিরচেনা উপচেপড়া ভিড় শুরু হবে দেশের প্রথম প্রাকৃতিকভাবে সৃষ্ট বনাঞ্চলে গড়ে তোলা বঙ্গবন্ধু সাফারি পার্কে।
সরজমিন শুক্রবার বিকেলে পার্ক ঘুরে দেখা গেছে, পার্কের অভ্যন্তরে বিভিন্ন বন্যপ্রাণীর বেষ্টনীকে নতুন করে সাজানো হয়েছে। চারিদিকের বাউন্ডারি দেওয়াল, বিভিন্ন প্রাণীর স্থাপনাও নতুন করে গড়ে তোলা হয়েছে। যোগাযোগ ব্যবস্থা নির্বিঘ্ন করতে সড়কগুলোও মেরামত করা হয়েছে। করোনাভাইরাসের কারণে একটানা বন্ধ থাকায় পার্ক কর্তৃপক্ষ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে নতুন করে সাজিয়ে তুলেছেন এই পার্ককে। এতে বর্তমানে দৃষ্টিনন্দন পরিবেশ বিরাজ করছে পার্কের বাইরে এবং অভ্যন্তরে।
পার্ক কর্তৃপক্ষ জানায়, করোনাভাইরাসের কারণে সরকারের দেওয়া কঠোর বিধিনিষেধ ইতিমধ্যে তুলে নিলেও বিনোদন কেন্দ্রগুলো বন্ধই ছিল। তবে সীমিত পরিসরে বিনোদন কেন্দ্রগুলো খুলে দেওয়ার প্রজ্ঞাপন জারির পর চকরিয়ার বঙ্গবন্ধু সাফারি পার্কও দেশি-বিদেশি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে শুক্রবার সকাল থেকে।
পার্কের টিকিট বিক্রির কাউন্টার ব্যবস্থাপক মোহাম্মদ রায়হান জানান, অনেকদিন পার্ক বন্ধ ছিল। তাই প্রথমদিনেই দেশি-বিদেশি পর্যটক-দর্শনার্থীর তেমন আগমন ঘটেনি। এর পরও প্রথমদিনেই টিকেট কেটে পার্কে প্রবেশ করেছেন কয়েক শ পর্যটক-দর্শনার্থী। তিনি আরো জানান, প্রথমদিনে পার্ক ভ্রমণে আসা পর্যটক-দর্শনার্থীর মধ্যে কয়েকজন বিদেশি পর্যটকও ছিল।
চকরিয়ার বঙ্গবন্ধু সাফারি পার্কের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম চৌধুরী জানান, করোনাভাইরাসের কারণে পার্ক বন্ধ থাকার সময়ে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে পুরো পার্কজুড়ে। তন্মধ্যে বিভিন্ন বন্যপ্রাণী বেষ্টনী থেকে শুরু করে বাউন্ডারি দেওয়াল, সড়ক নির্মাণসহ বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ড ছিল। এতে পুরো পার্ক জুড়ে নতুন এক দৃষ্টিনন্দন পরিবেশ বিরাজ করছে।
পার্ক কর্মকর্তা আরো জানান, সরকারের প্রজ্ঞাপন অনুসারে শুক্রবার থেকে পর্যটক-দর্শনার্থীদের জন্য বঙ্গবন্ধু সাফারি পার্ক খুলে দেওয়া হয়েছে। প্রথমদিনে তেমন ভিড় না হলেও কয়েকদিনের মধ্যে পর্যটক-দর্শনার্থীর ভিড় চিরচেনায় রূপ নেবে। এজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাসহ পার্ক কর্তৃপক্ষ আগে থেকেই সকল প্রস্তুতি নিয়ে রেখেছিল।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা