অনলাইন ডেস্ক
খুলনা মহানগরীর লবণচরায় ২০১৭ সালে একটি হাইটেক পার্ক নির্মাণের উদ্যোগ নেয় সরকার। ওই বছরের পহেলা জুলাই প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা ছিল। আর শেষ হওয়ার কথা ছিল গত ৩০শে জুন। তবে নানা জটিলতায় নির্মাণের কাজ শুরু হয় ২০২২ সালের ১৪ই জুন। এখন পর্যন্ত প্রকল্পের ৩৩ শতাংশ কাজ শেষ হয়েছে। তাই প্রকল্পটির মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৭ সালের ৩০শে জুন পর্যন্ত।
নির্ধারিত সময়ে হাইটেক পার্কের নির্মাণকাজ শেষ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। কেননা তারা প্রত্যাশা করেছিলেন, পার্কটি নির্মিত হলে অনেকের কর্মসংস্থান হবে। দ্রুত নির্মাণ কাজ শেষ করার দাবি জানিয়েছেন তারা।
খুলনা জেলা আইসিটি কর্মকর্তা আলীমুজ্জামান খান জানান হাইটেক পার্কে স্থানীয় বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে। আরও নানাভাবে স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে পার্কটি।
প্রকল্প পরিচালক এ কে এ এম ফজলুল হক জানান, জমি অধিগ্রহণে জটিলতা এবং করোনা পরিস্থিতির কারণে হাইটেক পার্কটির নির্মাণ কাজ শুরু করতে দেরি হয়েছে। তবে এখন দ্রুতগতিতে কাজ এগিয়ে চলেছে।
প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১৭০ কোটি টাকা। প্রকল্পের আওতায় একটি ৭তলা ভবন, সিনেপ্লেক্স ও অভ্যন্তরীণ সড়কসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ হবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা