অনলাইন ডেস্ক
শনিবার (২২শে অক্টোবর) সকালে দেখা গেছে শহরের ডাকবাংলা মোড়ের সোনালী ব্যাংক চত্বরে সমাবেশের মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। আজ দুপুর ২টায় শুরু হবে বিএনপির বিভাগীয় গণসমাবেশ।
বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা নেতাকর্মীরা শুক্রবার নগরীর কেডি ঘোষ রোডের বিএনপি দলীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন। রাতেই কেডি ঘোষ রোড এলাকায় কানায় কানায় মানুষে পূর্ণ হয়ে যায়। অনেকে সকালে চলে গেছেন সমাবেশস্থলে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমাবেশস্থলের আশেপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, খুলনায় বন্ধ রয়েছে গণপরিবহন। সকালে কোনো বাস খুলনায় প্রবেশ করেনি, খুলনা থেকে ছেড়েও যায়নি কোনো বাস। এতে ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। বিএনপি কর্মীরা বলছে, জনসমাবেশে যাতে বিএনপির কর্মীরা অংশ না নিতে পাওে সেজন্য সরকারের নির্দেশে বাস বন্ধ রেখেছে গণপরিবহন মালিকরা। তবে ‘খুলনা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস মালিক সমিতি’ জানিয়েছে, ‘সড়ক ও মহাসড়কে অবৈধভাবে নছিমন, করিমন, মাহেন্দ্র, ইজিবাইক ও বিআরটিসির গাড়ি চলাচল বন্ধে তারা ধর্মঘট পালন করছেন।
জ্বালানি তেলসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে দলের নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদে এবং নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবিতে সারা দেশে বিভাগীয় পর্যায়ে গণসমাবেশ শুরু করেছে বিএনপি। ১২ই অক্টোবর চট্টগ্রামে সমাবেশের পর ১৫ই অক্টোবর ময়মনসিংহে সমাবেশ হয়েছে।
সেখানে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ অন্য কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা