অনলাইন ডেস্ক
এর মধ্যে খুলনা করোনা হাসপাতালে ১২ জন, গাজী মেডিকেল হাসপাতালে ৩ জন ও জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ২ জন মারা গেছেন। এর মধ্যে ৯ জন করোনায় এবং ৩ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
খুলনা করোনা হাসপাতালের আবাসিক কর্মকর্তা (ফোকাল পার্সন) সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ জন করোনায় এবং ৩ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
এ ছাড়া ১৩০ শয্যার করোনা হাসপাতালে রোববার সকাল ৮টা পর্যন্ত ১৬০ জন রোগী ভর্তি ছিলেন। যার মধ্যে রেড জোনে ৯৬ জন, ইয়ালো জোনে ২৫ জন, এইচডিইউতে ২০ জন এবং আইসিইউতে ১৯ জন চিকিৎসাধীন।গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন।
খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ মেহেদী নেওয়াজ জানান, খুমেকের পিসিআর মেশিনে শনিবার রাতে ৪৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৩৬ জনের করোনা পজিটিভ এসেছে।
যার মধ্যে খুলনার ২০১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া বাগেরহাটে ৭৩ জন, সাতক্ষীরায় ৩ জন, পিরোজপুর ও ঝিনাইদহে ১ জন করে করোনা রোগী শনাক্ত হয়েছে।
fblsk
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা