অনলাইন ডেস্ক
করোনা পরিস্থিতির উন্নতি না হলে রমজান মাসে খুলছে না বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্ক।
বুধবার শপিংমল কর্তৃপক্ষ গণমাধ্যমকে এ তথ্য জানায়।
যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ জানায়, ‘করোনা প্রাদুর্ভাবের চলমান পরিস্থিতি উন্নতি না হলে জনস্বাস্থ্যে কথা বিবেচনায় যমুনা ফিউচার পার্ক খোলা হবে না।’
বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর (অ্যাকাউন্ট) শেখ আব্দুল আলিম বলেন, ‘আগামী ১০ মে থেকে দোকান ও শপিংমল খুলে দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। বিষয়টি নিয়ে বসুন্ধরা সিটির ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধন্ত নিয়েছি, চলমান এ পরিস্থিতির উন্নতি না হলে আমরা শপিংমল খুলব না।’
আরোও পড়তে পারেন : খুলনার সাবেক মেয়র খালেকের লাগামহীন দুর্নীতি