অনলাইন ডেস্ক
এরই অংশ হিসেবে জব্দ করা প্রায় তিন হাজার লিটার মদ দেশটির রাজধানী কাবুলের একটি খালের পানিতে ভাসিয়ে দিয়েছে বিশ্বের প্রভাবশালী এই সশস্ত্র গোষ্ঠীটি।
রোববার (২ জানুয়ারি) আফগানিস্তানের জেনারেল ডাইরেকটরেট অব ইন্টেলিজেন্ট (জিডিআই) প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, কাবুলের কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে জব্দ করা কয়েক হাজার লিটার মদ একটি খালের পানিতে ভাসিয়ে দিচ্ছে তালেবান নিয়ন্ত্রিত সংস্থাটির এজেন্টরা।
পাকিস্তান ভিত্তিক গণমাধ্যম ডেইলি পাকিস্তান জানায়, ঠিক কোন সময় অভিযান চালিয়ে মদ জব্দ বা ধ্বংস করা হয় তা স্পষ্ট নয়। তবে অভিযানের সময় তিন জনকে আটক করা হয়েছে।
গত বছরের ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই তালেবান নিয়মিতভাবে মাদক ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে অভিযানের পরিমাণ বাড়িয়ে দিয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা