বিএনপি চেয়ারপারর্সন,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বনানী থানা নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে।
রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে মহাখালী এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বনানী থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান মিজান ও সাধারন সম্পাদক মিজানুর রহমান বাচ্চু।
বনানী থানা বিএনপির প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
এসময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বি এন পি উত্তর এর যুগ্ম সাধারন সম্পাদক এ জি এম শামসুল হক, এছাড়া ও মিছিলে উপস্থিত ছিলেন বনানী থানা বি এন পি যুগ্ম সম্পাদক ওসমান গনি খোকন, যুগ্ম সম্পাদক মাহমুদউল্লাহ মনা, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ টিটু, ইমান হোসেন নূর, বনানী থানা সেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক চান সর্দার, তিতুমীর কলেজ ছাত্রদলের সহ সভাপতি গাজী তৌহিদুর রহমান সুমন, যুগ্ম সাধারন সম্পাদক আরিফুর রহমান এমদাদ, মাহাফুজুর রহমান লিপকন, গাজী আলামিন, বনানী থানা বি এন পি নেতা শাহীন আলম, ফজলু, বনানী থানা ছাত্রদল নেতা রাজ্জাক সহ বনানী থানা বি এন পি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মিছিল শেষে বনানী থানা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাচ্চুর পরিচালনায় এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ জি এম শামসুল হক বলেন, অবিলম্বে যদি দেশনেত্রী কে মুক্তি না দেওয়া হয় তাহলে রাজপথে কঠোর কর্মসূচীর মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা