অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত এক বিশেষ দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন। গণতান্ত্রিক আন্দোলন, বহুদলীয় রাজনীতি এবং সাংবিধানিক শাসনব্যবস্থা শক্তিশালী করতে তার ভূমিকা অনস্বীকার্য। জাতীয়তা ও স্বাধীনতার প্রশ্নে তিনি ছিলেন আপসহীন।
বক্তারা আরও বলেন, একজন সংগ্রামী নারী হিসেবে রাষ্ট্র পরিচালনায় তার দৃঢ় নেতৃত্ব, সাহসিকতা ও দেশপ্রেম জাতির রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তিনি ছিলেন লড়াইয়ের জীবন্ত ইতিহাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি, পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) ড. মোখলেস উর রহমান এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা