অনলাইন ডেস্ক
বুধবার (২২ অক্টোবর) আলজাজিরার সাংবাদিক হানি মাহমুদ গাজা সিটি থেকে বলেছেন, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে মানুষ খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে মরদেহ উদ্ধারের চেষ্টা করছেন। এসব মানুষ যুদ্ধবিরতির পর উত্তরাঞ্চলে নিজেদের বাড়িতে ফিরে যান।
তিনি বলেছেন, চলতি বছরের জানুয়ারিতে আরেকবার যুদ্ধবিরতি হলেও ওই সময় অনেক মানুষ নিজ বাড়িতে ফিরতে পারেননি। তারা বাস্তুচ্যুত অবস্থায় অস্থায়ী ক্যাম্পগুলোতে ছিলেন। শুধুমাত্র নতুন যুদ্ধবিরতির পরই তারা বাড়িতে ফিরেছেন।
এরমাধ্যমে প্রথমবারের মতো নিজ চোখে নিজেদের পাড়া মহল্লার ধ্বংসযজ্ঞ দেখছেন তারা।
হানি মাহমুদ জানিয়েছেন, যুদ্ধের আগে গাজার দক্ষিণপূর্বাঞ্চলের তেল এল-হাওয়া ছিল একটি সুন্দর ও গেট দ্বারা সুরক্ষিত এলাকা। কিন্তু ইসরায়েলি সেনারা পুরো এলাকাটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। সেখানকার প্রায় সব বাড়ি ধসিয়ে দেওয়া হয়েছে।
দুই সপ্তাহ ধরে যুদ্ধবিরতি চললেও এটি খুবই ভঙ্গুর অবস্থায় আছে। ইসরায়েলি সেনারা গত সপ্তাহেও ব্যাপক বোমাবর্ষণ করে একদিনে ৪৫ ফিলিস্তিনিকে হত্যা করে। এরপর মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে তারা যুদ্ধবিরতি কার্যকর করতে আবারও বাধ্য হয়। তা সত্ত্বেও প্রতিদিন কোথাও না কোথাও হামলা চালাচ্ছে তারা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা