অনলাইন ডেস্ক
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক খাদ্য সংকটের ফলে ভয়াবহ দুভির্ক্ষের দিকে এগোচ্ছে বিশ্ব। এতে বিপাকে পড়েছে বিশ্বের কোটি কোটি মানুষ। আগামী বছরগুলোতে সংকটের মাত্রা আরও বাড়বে। ২০২৩ সালে বিশ্বের ৭০টি দেশের প্রায় ২৩ কোটি মানুষ ভয়াবহ খাদ্য সংকটের কবলে পড়বে বলে জানিয়েছে জাতিসংঘ।
জেনেভায় এক সংবাদ সম্মেলনে এতথ্য জানিয়েছেন জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়কারীদের প্রধান মার্টিন গ্রিফিথস। তিনি বলেন, আধুনিক বিশ্বের ৫৩টি দেশে অন্তত ২২ কোটি মানুষ এই বছরের শেষ নাগাদ তীব্র খাদ্য ঘাটতির মুখোমুখি হবে। তাদের মধ্যে অনাহারে দিনযাপন করবে প্রায় সাড়ে ৪ কোটি মানুষ। ইতোমধ্যে আফগানিস্তান, ইথিওপিয়া, হাইতি, সোমালিয়া এবং দক্ষিণ সুদানসহ পাঁচটি দেশে দেখা দিয়েছে দুর্ভিক্ষ। যুদ্ধ ও সংঘাতসহ খরার মতো নানান কারণ এই সংকটের মাত্রা আরও বাড়িয়ে তুলেছে।
তিনি আরও বলেন, আগামী বছর ত্রাণ সহায়তার দরকার হবে বিশ্বের প্রায় ৩৪ কোটি মানুষের। আর এতে প্রয়োজন ৫ হাজার ১৫০ কোটি ডলার। যা এ যাবতকালের সবচেয়ে বড় মানবিক ত্রাণ সহায়তার বছর হবে বলে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।
তবে দাতা সংস্থাগুলো বর্তমানে অর্থনৈতিক সংকটে থাকায় জাতিসংঘকে এই বড় আকারের তহবিল যোগাতে হিমশিম খেতে হচ্ছে। এই পরিস্থিতিতে আগামী বছর সংস্থাটির একার পক্ষে বিশাল এই তহবিল যোগান দেয়া কষ্টসাধ্য। এজন্য উন্নত দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা