বাংলাদেশ খাদ্যে এখন স্বয়ংসম্পূর্ণ। খাদ্য নিরাপত্তার পর এখন নিরাপদ খাদ্যের ওপর জোর দিতে হবে। রবিবার (১৭ নভেম্বর) আধুনিক কৃষি বিষয়ক সেমিনারে বক্তারা একথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পিকেএসএফ এটির আয়োজন করেছে।
সেমিনারে দেশের চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক বাজারে কৃষি ও প্রাণিখাদ্যের বাজার সম্প্রসারণে প্রয়োজনীয় পদক্ষেপ ও প্রযুক্তি নিয়ে আলোচনা হয়।
পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ-র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ নাসিরুজ্জামান।
টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে দেশে কৃষিখাতের বিকাশের কোনও বিকল্প নেই বলে মত প্রকাশ করেন সেমিনারের প্রধান অতিথি ড. মোঃ আব্দুর রাজ্জাক । তিনি বলেন, কৃষি ও প্রাণিসম্পদের উৎপাদন যেমন বৃদ্ধি করতে হবে, তেমনি এ খাতকে করতে হবে লাভজনক।
তিনি খাদ্য নিরাপত্তার পর এখন নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের ওপর জোর দেন। আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ করার বিষয়ে তিনি জোর দেন। কৃষি ও প্রাণী সম্পদ উন্নয়নে পিকেএসএফ-এর কার্যক্রমের প্রশংসা করে তিনি সরকারের নিরবচ্ছিন্ন সহায়তার আশ্বাস দেন।
আরও পড়ুন: রেলপথে বারবার দুর্ঘটনা: সর্ষের মধ্যেই ভুত
বিশেষ অতিথি মোঃ নাসিরুজ্জামান দেশে কৃষির অপার সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য কৃষি গবেষণা, কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ, পরিবেশবান্ধব কৃষি যান্ত্রিকীকরণ ও সমবায়ের ভিত্তিতে কৃষি পণ্যের সংরক্ষণাগার স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে একসাথে কাজ করার কোনো বিকল্প নেই।
পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, কৃষকের টেকসই উন্নয়নের লক্ষ্যে পিকেএসএফ উপযুক্ত আর্থিক ও অ-আর্থিক সেবা প্রদান করে থাকে। পিকেএসএফ-এর সফল উদ্ভাবনী কর্মকাণ্ডের মধ্যে কুচিয়া, সামুদ্রিক শৈবাল ও কাঁকড়া চাষ এবং কেঁচো সার উৎপাদনে জোর দিতে হবে।
সেমিনারের সভাপতি মোহাম্মদ মঈনুদ্দীন আবদুল্লাহ বলেন, কৃষি যান্ত্রিকীকরণে পিকেএসএফ ইতোমধ্যেই কাজ করে যাচ্ছে, যা নতুন উদ্যোক্তা তৈরিসহ নতুন কর্মসংস্থানও সৃষ্টি করছে। কৃষি পণ্যের উপযুক্ত মূল্য নিশ্চিতকরণ ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে যথাযথ সার্টিফিকেশনের প্রয়োজনীয়তা রয়েছে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক গোলাম তৌহিদ এবং মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী প্রধান ড. ওয়াইস কবির।
ফেসবুক :
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা