অনলাইন ডেস্ক
তিনি বলেছেন, “সেই সঙ্গে রবি মৌসুমের ফসল ঘরে না আসা পর্যন্ত খাদ্যপণ্যের দাম আপাতত কমার কোনো সুযোগ নেই।”
বৃহস্পতিবার বিকালে রংপুর নগরীর লেকভিউ পার্কের বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সরকার আলু, পেঁয়াজ ও ডিমের দাম নির্ধারণ করে দিলেও তা ধরে রাখা সম্ভব হয়নি উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, “পেঁয়াজ আমদানিতে ভারত ৪০ শতাংশ ট্যাক্স বৃদ্ধি করায় ঢাকার বাজারে পেঁয়াজ আসার পর ৬০ টাকা থেকে ৬৫ টাকা হয়েছে। যার কারণে গোটা দেশে বেড়েছে পেঁয়াজের দাম। মাঝে পেঁয়াজের আইপি না থাকার কারণে আমদানি বন্ধ রাখা হয়েছিল, ফলে দেশীয় পেঁয়াজ বিক্রি হয়ে যায়। যার ফলে পেঁয়াজের সংকট তৈরি হয়। তবে আগামী এক-দেড় মাসের মধ্যে পেঁয়াজের দাম কমে আসবে।
টিপু মুনশি আরও বলেন, “আলুর দাম নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সরকার। সারাদেশের কোল্ড স্টোরেজে কত আলু আছে সেগুলো পর্যালোচনা করে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে আগাম আলু এলেই দাম কমে আসবে। তাছাড়া আমদানি কমে যাওয়ায় কিছু খাদ্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। বাজার নিয়ন্ত্রণে আনতে সরকারের সুপরিকল্পনা রয়েছে, মন্ত্রণালয়ের চেষ্টাও আছে। সবমিলিয়ে চেষ্টা চলছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা