অনলাইন ডেস্ক
সোমবার (চৌঠা এপ্রিল) রাতে প্রতিপক্ষের মাঠে জিন মাতেতা, জর্ডান আইয়ু ও উইলফ্রেড জাহার গোলে হেরে যায় আর্সেনাল। তাতে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে নেমে গেছে মিকেল আরটেটার দল।
ক্রিস্টালের মাঠে শুরুটা ভালোই করেছিল আর্সেনাল। দশম মিনিটেই ডান পাশ দিয়ে দারুণ এক আক্রমণ শানায়। থামাস পার্তের পাস থেকে ডি-বক্সের ভেতরে বল পেলেও গোলপোস্টে বল পাঠাতে র্ব্যথ হন বুকায়া শাকা।
৬ মিনিট পরই সুযোগ আসে ক্রিস্টালের কাছে। তারা কিন্তু কোনো ভুল করেনি। ডি বক্সের ভেতর থেকে জন মাতেতা বুলেট গতির শটে জালে বল জড়ান। প্রথম গোলের ঠিক ৮ মিনিট পর ক্রিস্টাল পেয়ে যায় দ্বিতীয় গোলের দেখা। এবার গোল করেন জর্ডান আইয়ু।
দুই গোল খেয়ে পাল্টা আক্রমণ চালায় আর্সেনাল। তবে বারবার ফিনিশিং দিতে র্ব্যথ হয় তারা। উল্টো দ্বিতয়ার্ধের ৭৪ মিনিটে গোল খেয়ে বসে। তাতে পয়েন্ট টেবিলের চারে থাকার স্বপ্ন ভেস্তে যায় তাদের।
২৯ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে আর্সেনাল আছে এখন চারে। ৩০ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা