অনলাইন ডেস্ক
সংক্ষিপ্ত তালিকায় থাকা প্রার্থীদের সাক্ষাৎকারের পর বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সর্বসম্মতিক্রমে হেন্ডারসনকে নির্বাচিত করার ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই নিয়োগে সমর্থন জানিয়েছেন সব রাজ্য ও অঞ্চলের চেয়ারম্যানরা।
৩০ বছর ধরে হেলথকেয়ার ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পৃক্ত হেন্ডারসন এপওর্থ হেলথকেয়ারের প্রধান নির্বাহী হিসেবে বর্তমানে কর্মরত। তবে ক্রিকেট ও ক্রিকেট প্রশাসনে তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।
কঠিন সময়ে সিএর দায়িত্ব নিলেন হেন্ডারসন। ২০১৮ সালে ডেভিড পিভার ও গত বছর আর্ল এডিংসের পদত্যাগের পর চার বছরে চতুর্থ চেয়ারম্যান হলেন তিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফ্রুডেনস্টেইনের স্বল্প মেয়াদে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইন ও কোচ জাস্টিন ল্যাঙ্গার পদত্যাগ করেছেন, যাতে বোর্ডের ভূমিকা ছিল বলে মনে করা হয়।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা হেন্ডারসন রাজ্য ক্রিকেটের জুনিয়র পর্যায়ে খেলেছেন। এছাড়া ইউনিভার্সিটি ক্রিকেট ক্লাবের জন্য পার্থে খেলেছেন প্রথম গ্রেডে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যঅসোসিয়েশনের ২০১৫-১৬ মৌসুমের দুই বছরের চেয়ারম্যান ছিলেন হেন্ডারসন। আর সেখানকার বোর্ডে ছিলেন ২০১৩ সাল থেকে। ২০১৮ সাল থেকে সিএর স্বতন্ত্র ডিরেক্টরদের একজন ছিলেন তিনি। সম্প্রতি এপওর্থের দায়িত্ব নিতে মেলবোর্নে চলে যান।
হেন্ডারসনের নিয়োগ পাওয়ার সঙ্গে সঙ্গে ফ্রুডেনস্টেইন সরে গেছেন, তবে বোর্ডের সঙ্গে থাকবেন তিনি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা