অনলাইন ডেস্ক
২০২১ সালের এইচএসসি পরীক্ষায় সেনাবাহিনী পরিচালিত সব ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫ পেয়েছে।
রোববার (১৩ ফেব্রুয়ারি) আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, উচ্চমাধ্যমিক পরীক্ষা-২০২১ এ বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সব ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
এদিকে ২০২১ সালে ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলে পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে পাসের হার ৯৩.৫৮ শতাংশ। মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯৫.৪৯ শতাংশ এবং কারিগরি বোর্ডে পাসের হার ৯২.৮৫ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৯ হাজার শিক্ষার্থী।
উল্লেখ্য, এবার ১১টি বোর্ড মিলিয়ে প্রায় ১৪ লাখ পরীক্ষার্থী অংশ নেয়। গতবারের চেয়ে এবার ৩৩ হাজার ৯০১ জন পরীক্ষার্থী বেশি ছিল। গ্রুপভিত্তিক তিনটি বিষয়ে নম্বর ও সময় কমিয়ে দেড় ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হয়। বহুনির্বাচনি (এমসিকিউ) ও সৃজনশীল (সিকিউ) অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি ছিল না।