ওপার বাংলার জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক ছবি বানাচ্ছেন। ছবির পোস্টারে দেখা যাচ্ছে, কোয়েল মল্লিক প্রেজেন্টস সুরিন্দর ফিল্মস থেকে হচ্ছে ‘ভূত পরী’ ছবিটি। সেই ছবিতে অভিনয় করছেন বাংলাদেশের জয়া আহসান। ভারতের পশ্চিমবঙ্গের বোলপুরে শুরু হচ্ছে ছবির শুটিং।
ছবিতে অভিনয় ও শুটিং শুরুর বিষয়টি গতকাল শুক্রবার সকালে কলকাতা থেকে প্রথম আলোকে নিশ্চিত করেন জয়া আহসান ও এই ছবির পরিচালক সৌকর্য ঘোষাল।
জয়া শক্তিশালী অভিনেত্রী, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, এমনটাই উল্লেখ করে সৌকর্য বলেন, ‘এই ছবিতে জয়া যে চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন, সেই চরিত্রের অনেক স্তর আছে। তাই আমার একজন শক্তিশালী অভিনেত্রীর দরকার ছিল, সঙ্গে এমন একটা মুখ দরকার ছিল, যাকে সেই বাংলার লক্ষ্মীর পটের মতো দেখতে লাগবে। সে ক্ষেত্রে জয়াই সবচেয়ে পারফেক্ট। তাই তাঁকে ছাড়া অন্য কাউকে ভাবতে পারিনি।’
জয়া আহসানের সঙ্গে প্রথমবার কোনো ছবির কাজ করছেন সৌকর্য। তবে জয়ার মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর সঙ্গে বেশ পরিচিত এই পরিচালক। বললেন, ‘জয়া অভিনীত অধিকাংশ ছবিই আমার দেখা হয়েছে। “বিজয়া” ও “বিসর্জন”—দুটো ছবিতেই অসাধারণ জয়া, যদি এখন পর্যন্ত আমার সবচেয়ে প্রিয় ছবি “ভালোবাসার শহর”। জয়া প্রমাণিত অভিনেত্রী।’
‘ভূত পরী’ ছবির কাজে জয়া এখন কলকাতায় অবস্থান করছেন। সেখান থেকে মুঠোফোনে তিনি বলেন, ‘এই পরিচালক খুব ভালো দুটো সিনেমা বানিয়েছেন। নেটফ্লিক্সে ছবি দুটো আছে। পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মসের সঙ্গে এটি আমার প্রথম কাজ। এই ছবির গল্প খুব ভালো। পরিচালক খুবই সৎ, কাজে কী চায়, সেটা পরিষ্কার। সৃজিত মুখোপাধ্যায়, অতনু ঘোষ, ইন্দ্রনীল রায় চৌধুরীসহ যাঁদের সঙ্গে কাজ করেছি, তাঁদের তুলনায় সৌকর্য নতুন পরিচালক হলেও মাথা খুব পরিষ্কার। যা বানাতে চায়, সেটাই বানায়। এই ধরনের গল্পে আমার কাজ করা হয়নি। চরিত্রটাও আমার জন্য একেবারে নতুন। খুবই মজার কাজ হবে।’
চরিত্রটি যেহেতু নতুন, তাই প্রস্তুতি কেমন জানতে চাইলে জয়া বলেন, ‘এই ছবির নায়ক হচ্ছে ছোট একটা ছেলে। বয়স সাত-আট বছর। হিরোইন আমি। খুবই অদ্ভুত কম্বিনেশন। সেই ছেলেটার সঙ্গে আজকের (শুক্রবার) মহড়া করব। প্রস্তুতি আপাতত এটুকুই।’
২৬ আগস্ট বোলপুরে শুটিং শুরু হবে। প্রথম লটে টানা বেশ কয়েক দিন কাজ চলবে বলে জানান জয়া। ছবিতে শিশুর চরিত্রে অভিনয় করেছেন বিশান্তক মুখোপাধ্যায়। ছবিতে আরও আছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায় প্রমুখ।
NB:This post is copied from prothomalo.com
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা