অনলাইন ডেস্ক
চার বছর পর বাংলাদেশ সফরে এসেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সফরে বাংলাদেশের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। মঙ্গলবার (৩ আগস্ট) অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। জিম্বাবুয়ের থেকে ফিরে বিমানবন্দর থেকে সোজা হোটেলে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যায় বাংলাদেশ। তিনদিনের কোয়ারেন্টিন শেষ করে রবিবার অনুশীলনে নেমেছে বাংলাদেশ দল।
রোববার (১ আগস্ট) সকাল ১০টা নাগাদ মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করে মাহমুদউল্লাহ রিয়াদের দল। স্কোয়াডে থাকা দলের সবাই অনুশীলনে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশে এসে তিন দিনের কোয়ারেন্টাইনে ছিল অস্ট্রেলিয়া। কোয়ারেন্টাইন শেষ হওয়ায় এবারে অনুশীলন শুরু করবে তাঁরা। দুপুরে একই ভেন্যুতে অনুশীলন করার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। যদিও অনুশীলন শুরুর আগে মাঠে পর্যবেক্ষক দল পাঠাবে সফরকারীরা।
মঙ্গলবার (৩ আগস্ট) শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ । ৪, ৬, ৭ ও ৯ আগস্ট মাঠে গড়াবে বাকি ম্যাচগুলো। প্রতিটি ম্যাচই মিরপুরে সন্ধ্যা ছয়টায় শুরু হবে।
বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম।