অনলাইন ডেস্ক
সোমবার রাতে শারজায় এলিমিনেটর ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি। উদ্বোধনী জুটিতে ৪৯ রানের দারুণ এক জুটি গড়ে কোহলি ও দেবদূত। কিন্তু লকি ফার্গুসনের বলে দেবদূত পাড্ডিকেল বোল্ড হয়ে আউট হওয়ার পর আর কেউ তেমন রান করতে না পারলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান করে ব্যাঙ্গালুরু।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন কোহলি। বল হাতে ব্যাঙ্গালুরুর ইনিংস একাই ধসিয়ে দেন কেকেআরের ক্যারিবীয় স্পিনার সুনীল নারিন। ৪ ওভারে ২১ রান দিয়ে শিকার করেন চারটি উইকেট।
জয়ের জন্য ১৩৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো করেন কলকাতার দুই ওপেনার শুভমান গিল ও ভেঙ্কেটেশ আইয়ার। উদ্বোধনী জুটিতে তাঁরা দুজনে মিলে যোগ করেন ৪১ রান। দুর্দান্ত ব্যাটিং করতে থাকা গিলের বিদায়ে ভাঙে তাদের এই জুটি। গিল এদিন আউট হয়েছেন ১৮ বেল ২৯ রান করে। ইনিংসটি খেলতে চারটি চার মেরেছেন ডানহাতি এই ওপেনার।
তিনে নেমে সুবিধা করতে পারেননি রাহুল ত্রিপাঠি। ডানহাতি এই ব্যাটসম্যান আউট হয়েছেন ৫ বলে ৬ রান করে। ধীরগতিতে ব্যাটিং করলেও দলের ভীত শক্ত করে সাজঘরে ফিরেছেন আইয়ার। পেসার হার্শাল প্যাটেলের বলে আউট হওয়া আইয়ার করেছেন ৩০ বলে ২৬ রান। যেখানে মাত্র একটি ছক্কা মেরেছেন।
এরপর নারিন ও নীতিশ রানা মিলে গড়েন ৩১ রানের জুটি। ২৫ বলে ২৩ রান করা নীতিশকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন যুবেন্দ্র চাহাল। পাঁচে নেমে দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন নারিন। ব্যাটিংয়ে নেমে ড্যানিয়েল ক্রিস্টিয়ানের প্রথম তিন বলে তিন ছক্কা মারেন বাঁহাতি এই ব্যাটসম্যান। নারিন ২৬ রান করে ফেরার পর দীনেশ কার্তিক আউট হয়েছেন ১২ বলে ১০ রান। শেষ দিকে সাকিব ৯ ও মরগান ৫ রানে অপরাজিত ছিলেন।
বুধবার একই মাঠে দিল্লির বিপক্ষে কোয়ালিফায়ার ম্যাচে খেলতে নামবে কেকেআর।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা