ভারতীয় বোলিং তোপে দুই ম্যাচ সিরিজের ইন্দোর টেস্টের প্রথম দিনই ১৫০ রানে অলআউট হয়ে গেছে সফরকারী বাংলাদেশ। জবাবে দিন শেষে ১ উইকেট হারিয়ে ৮৬ রান তুলেছে ভারত। ৯ উইকেট হাতে নিয়ে ৬৪ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া।
শুক্রবার দ্বিতীয় দিনের পরীক্ষার সামনে বাংলাদেশ। স্বাগতিকদের আটকানোর কঠিন সময়ে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ দুটি উইকেট এনে দিলেন আবু জায়েদ চৌধুরী একাই। চেতেশ্বর পুজারা ও অধিনায়ক বিরাট কোহলিকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দিলেন এই পেস বোলার।
দিনের শুরুতে বদলি ফিল্ডার সাইফ হাসানের হাতে ক্যাচ দিয়ে ফেরালেন পূজারাকে। ফেরার আগে ৫৪ রান করেন পূজারা। এর পর চারে ব্যাট করতে নামা কোহলিকে রানের খাতা খুলতে দেননি আবু জায়েদ। এলবির ফাঁদে ফেলে শূন্য রানে স্বাগতিক অধিনায়ককে সাজঘরে পাঠান তিনি।
চলতি বছর ১ আগস্ট অ্যাশেজের প্রথম টেস্ট দিয়ে শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে টেস্ট র্যাকিংয়ের সেরা ৯টি দল। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ যুগে প্রবেশ করেছে বাংলাদেশও।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ইন্দোরের হলকার স্টেডিয়ামে অধিনায়ক হিসেবে নিজের অভিষেক টেস্টে টস জিতেন বাংলাদেশের মমিনুল হক। উইকেটে সামান্য ঘাস থাকায় প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেন মমিনুল।
১৫০ রানে বাংলাদেশ ইনিংস শেষ হওয়ার পর শেষ সেশনে ব্যাট হাতে নামে ভারত। মায়াঙ্ক আগারওয়ালকে নিয়ে ইনিংস শুরু করেন সর্বশেষ সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ১টি ডাবল-সেঞ্চুরিতে ৫৩৫ রান করা রোহিত শর্মা। তবে এ ইনিংসে বড় স্কোর করতে পারেননি রোহিত। অষ্টম ওভারে বিদায় ঘটে তার।
বাংলাদেশের পেসার আবু জায়েদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে থামেন রোহিত। ১টি চারে ১৪ বলে ৬ রান করেন রোহিত। ফলে দলীয় ১৪ রানেই প্রথম উইকেট হারায় ভারত।
রোহিতকে হারানোর পর দলের হাল ধরেন আগারওয়াল ও চেতেশ্বর পূজারা। তবে এ জুটি ভাঙার পথও তৈরি করেছিলেন আবু জায়েদ। ২৪তম ওভারে দলীয় ৭৯ রানে আগাওয়ালের ব্যক্তিগত ৩২ রানে সময় স্লিপে সহজ ক্যাচ দিয়েছিলেন। কিন্তু হাতের নাগালে থাকলেও সহজ ক্যাচ ফেলেছেন বাংলাদেশের ইমরুল। ফলে ২৬ ওভারে ১ উইকেটে ৮৬ রান তুলে দিন শেষ করে ভারত।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা