সিনিয়র স্টাফ রিপোর্টার
বাংলাদেশ কোস্ট গার্ডের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হবে ১৫ ফেব্রুয়ারি। এদিন নিজ নিজ ক্ষেত্রে অবদানের জন্য পদক পাচ্ছেন ৪০ কর্মকর্তা। উদ্বোধন এবং পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান।
বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন এবং আমন্ত্রিত সামরিক ও অসামরিক অতিথিবৃন্দ ও বিদেশী কূটনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
মন্ত্রী অনুষ্ঠানে কোস্ট গার্ডের বিভিন্ন কর্মকান্ডের বীরত্বপূর্ন/সাহসিকতাপূর্ন/সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ কোস্ট গার্ডের ৪০ জন সামরিক ও অসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে পদক বিতরন করবেন।
কোস্ট গার্ড সূত্র জানায়, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়ে এ বাহিনী বর্তমানে দেশের বিশাল সমুদ্র এলাকায় ও উপক‚লীয় অঞ্চলের নিরাপত্তায় অবদান রেখে চলেছে। এ বাহিনীর নিরলস প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দর ঝুকিপূর্ণ বন্দরের তালিকা থেকে বের হয়ে একটি নিরাপদ বন্দরে পরিণত হয়।
এছাড়াও গত ২০১৯ সালে এ বাহিনী চোরাচালান প্রতিরোধ, মৎস সম্পদ রক্ষা, মাদকদ্রব্যের ব্যবহার, ব্যবসা নিয়ন্ত্রণ, দমন, বনজ সম্পদ রক্ষার মাধ্যমে দেশের রাজস্ব খাতে ও উন্নয়নে অসামান্য অবদান রেখেছে।
মুজিব বর্ষ উদযাপনের প্রাক্কালে এ বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকীতে কোস্ট গার্ড ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। যার মধ্যে রয়েছে চর ও দ্বীপাঞ্চলের স্থানীয় জনগণের মাঝে বিশুদ্ধ, সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা করা, দুর্ঘটনা কবলিত জেলেদের জন্য লাইফ জ্যাকেট ও রেইনকোট বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ গরীব ও দুস্থদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান। এছাড়াও রক্তদান কর্মসূচি এবং প্রত্যন্ত উপকূলীয় এলাকার জনগণের মাধ্যে রেডিও বিতরণ কর্মসূচিও গ্রহণ করা হবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ায় সার্বক্ষণিক কাজ করবে বাংলাদেশ কোস্ট গার্ড এর কর্তাব্যক্তিরা।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা