সিনিয়র স্টাফ রিপোর্টার : কোষ্টগার্ড পশ্চিম জোনের একটি অভিযান দল বাগেরহাট জেলার মোংলা থানার পশুর নদীর সাইলো সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ এবং পাঁচজনকে আটক করেছে। এদের মধ্যে তিনজন বিদেশী নাগরিক।
রবিবার (০১ মার্চ) আনুমানিক সময় রাত ১২ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতেপরিচালনা করে ৩০০ বোতল চায়না মদ জব্দ করেছে। এসময় তারা পাঁচজন মাদক ব্যবসায়ীকে (০৩ জন বিদেশী ও ০২ জন দেশী) আটক করেছে ।
আটক ব্যক্তিরা হলেন – নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের হাসনাত (২৮), বাগেরহাটের মোড়লগঞ্জের মোঃ রুমন সিকদার (৩২), বিদেশী নাগরিক জেরী (২৬), জ্যাক জিয়া (৩৩) এবং ফু (৩৩)।
মালামালসমূহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিক্রির উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে আটকদের কাছ থেকে জানা যায়। জব্দ করা মালামাল ও আটক ব্যক্তিদের মোংলা থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশান কর্মকর্তা লেফটেন্যান্ট ইমতিয়াজ আলম বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও জননিরাপত্তার পাশাপাশি মাদক নিয়ন্ত্রনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা