বাংলাদেশ ও তুরস্ক উভয় দেশের কোস্ট গার্ড সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পারস্পারিক সহযোগিতা বৃদ্ধি করবে।
বুধবার ( ৪ ডিসেম্বর) বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরালএম আশরাফুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ বিষয়ে আলোচনা করেন তুরস্কের কোস্ট গার্ড মহাপরিচালক আহমেদ কেনদির।
তুরস্ক কোস্ট গার্ড প্রধান, বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক’র সঙ্গে সৌজন্য সাক্ষাত এবং দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহন করেন।
বুধবার তুরস্ক কোস্ট গার্ড প্রধান ও তার স্ত্রী বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি মেমোরিয়াল পরিদর্শন করেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরে আগমন করলে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
সফরকালে তুরস্ক প্রধান বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ নৌবাহিনী প্রধান এর সাথে সৌজন্য স্বাক্ষাত করবেন। এছাড়াও তার স্ত্রী সভানেত্রী বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বিএনএফডব্লিউএ) এর সাথে সৌজন্য স্বাক্ষাত করবেন।
সফরকালে তিনি সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ ও গার্মেন্টস শিল্প, সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘর এবং পানাম নগর পরিদর্শন করবেন।
দুই দেশের দ্বিপাক্ষীক সম্পর্ক উন্নয়নে এই সফর অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
গত ০৩ ডিসেম্বর স্বস্ত্রীক তিনজন সফরসঙ্গীসহ চারদিনের সরকারী সফরে বাংলাদেশ সফরে আগমন করেন। এসময় তাকে বিমানবন্দরে উপ মহাপরিচালক এম শাহজাহান ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
ফেসবুক পেজ :
আরও পড়ুন : নারী নির্যাতনের ঘটনার বিচারের ঘটনার শিকার নারীর স্বীকারোক্তিই যথেষ্ট : ফওজিয়া মোসলেম
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা