অনলাইন ডেস্ক
অষ্টম মিনিটে গোল উৎসবের সূচনা করেন ইয়ান কর্দোবা। এরপর একে একে স্কোর বোর্ডে নাম লেখান হামেস রদ্রিগেজ, লুইস দিয়াজ, রিচার্ডি রিওস ও মিগুয়েল বোর্হা। দুটি গোল আসে স্পটকিক থেকে। গত দুই বছর কোন আন্তর্জাতিক ম্যাচে হারেনি কলম্বিয়া। টানা ২৭ ম্যাচ অপরাজিত থেকে সেমিফাইনালে ব্রাজিল অথবা উরুগুয়ের মুখোমুখি হবে দলটি।
প্রথমবার শেষ আটে ওঠা পানামা বল দখলে খুব একটা পিছিয়ে ছিল না। কিন্তু আক্রমণে তারা ছিল দূর্বল। কলম্বিয়া যেখানে ৭টি শট নিয়ে লক্ষ্যে রাখা ৫টি শট থেকেই গোল আদায় করে নিয়েছে, সেখানে দ্বিগুণ (১৪টি) শট নিয়ে মাত্র ৩টি লক্ষ্যে রাখতে পারে পানামা।
ম্যাচের শুরু থেকেই দাপটের সাথে খেলেছে কলম্বিয়া। ম্যাচের অষ্টম মিনিটে এগিয়েও যায় তারা। হামেস রদ্রিগেজের পাস থেকে জাল খুঁজে নেন কর্দোবা। সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক হামেস রদ্রিগেজ। স্পটকিক থেকে গোলটি করেন তিনি।
এবারের কোপা আমেরিকায় যেন পুনর্জন্ম হয়েছে হামেসের। হারিয়ে যেতে বসা রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের এই সাবেক তারকা এদিনই প্রথম গোলের দেখা পেলেও আগের ম্যাচগুলোতে করেছিলেন তিনটি অ্যাসিস্ট। তাকেই এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হচ্ছে। সব মিলিয়ে এবারের আসরে এখন পর্যন্ত একটি গোল ও পাঁচটি অ্যাসিস্ট করেছেন হামেস।
প্রথম ১৫ মিনিটে এক গোল ও এক অ্যাসিস্ট করে ফেলা হামেস অবদান রেখেছেন দলের তৃতীয় গোলটিতেও। প্রথমার্ধের ৪১তম মিনিটে লুইস দিয়াজ হামেসের একটা দুর্দান্ত পাস ধরে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে বল পাঠান। তিন গোলে এগিয়ে বিরতিতে যায় কলম্বিয়া।
দ্বিতীয়ার্ধেও একই ছন্দে খেলতে থাকে কলম্বিয়া। ম্যাচের ৭০তম মিনিটে চতুর্থ গোলের দেখা পায় লস কাফেতেরোসরা। দানিয়েল মুনোজের পাস থেকে গোলটি করেন রিচার্ড রিওস। আগের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে গোলের পর এবার পানামার বিপক্ষে অ্যাসিস্ট করলেন তিনি।
যোগ করা সময়ের চতুর্থ মিনিটে স্পট কিক থেকে পানামার কফিনে শেষ পেরেট টুকে দেন বদলি নামা মিগুয়েল বোর্হা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা