অনলাইন ডেস্ক
সোমবার ( ৩১ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ইসরায়েল যখন ফিলিস্তিনিদের ওপর ইটের বদলায় গুলি ছোড়ে তখন তারা কোনো কথা বলে না। তখন মানবাধিকার কোথায় থাকে। কোনো দেশ যখন উন্নত হতে চায়, তখন তারা (যুক্তরাষ্ট্র) তাদের পা টেনে ধরতে চায়। আমরা তা হতে দেবো না। যারা মানবাধিকার দিয়ে পা টেনে ধরতে চায় তারা আগে নিজের দেশে মানবাধিকার প্রতিষ্ঠা করুক।
এদিন বঙ্গবন্ধু অ্যাভিনিউতে করোনা প্রতিরোধ ও সুরক্ষা সামগ্রী এবং শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অপর একটি অনুষ্ঠানেও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, বিএনপিকে ‘না রোগে’ পেয়েছে। তারা সরকারের যেকোনো উদ্যোগকেই না করছেন। নির্বাচন কমিশন সংলাপ নিয়েও তারা (বিএনপি নেতারা) রাষ্ট্রপতির সঙ্গে বসেননি। সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেনি বিএনপি। এভাবে তারা না না করতে করতে নাই হয়ে যাবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা