অনলাইন ডেস্ক
তাসমানিয়ার কোচিংয়ের দায়িত্ব নিয়ে ক্রিকেটে ফিরলেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক টিম পেইন। কিন্তু খেলোয়াড় হিসেবে কবে ফিরতে মনস্থির করেছেন, তা এখনো জানা যায়নি।
অ্যাশেজ শুরুর কয়েক সপ্তাহ আগে সেক্সটিং স্ক্যান্ডালে জড়িয়ে টেস্টের অধিনায়কত্ব ছাড়েন পেইন। সাবেক নারী সহকর্মীকে কুরুচিপূর্ণ বার্তা দেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসলে মানসিকভাবে ভেঙে পড়েন এবং মানসিক স্বাস্থ্য রক্ষায় ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতি নেন।
তাসমানিয়া টাইগার্সের অন্তর্বর্তীকালীন কোচ আলি ডি উইন্টার মঙ্গলবার নিশ্চিত করেছেন, কোচিংয়ের দায়িত্ব নিয়ে দলকে সহায়তা করতে ফিরেছেন পেইন। শারীরিকভাবে ফিট থাকলেও ব্যাটিং কিংবা উইকেটকিপিং করেননি তিনি। তাতে করে খেলোয়াড় হিসেবে ক্রিকেটে যে এখনই পা রাখছেন না তা স্পষ্ট।
পেইনের সেক্সটিং কেলেঙ্কারির জেরে তাসমানিয়ার কোচিং ডিরেক্টর ও হোবার্ট হারিকেন্সের প্রধান কোচ হিসেবে অ্যাডাম গ্রিফিত পদত্যাগ করেন। ধারণা করা হচ্ছে, তার চলে যাওয়ায় তৈরি হওয়া শূন্যস্থান পূরণ করতে যাচ্ছেন পেইন।