অনলাইন ডেস্ক
হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের স্পিন পরামর্শক হিসেবে অল্প সময়ের জন্য কাজ করবেন সাবেক এই তারকা ক্রিকেটার। আগামী ১৪ মে থেকে শুরু হবে এইচপির ক্যাম্প।
ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে খবরটি নিশ্চিত করেছেন সাবেক স্পিনার নিজেই, ‘হ্যাঁ, আমি এইচপির ক্যাম্পে যোগ দিচ্ছি যদি সবকিছু পরিকল্পনা মতো চলে। এটা এমন না যে এই মুহূর্তে আমি নিজের নজর কোচিংয়ের দিকে সরিয়ে নিচ্ছি।’
নিজের অভিজ্ঞতা তরুণদের সঙ্গে ভাগ করে নিতে চান রাজ্জাক, ‘কিন্তু আমি যেটা অনুভব করেছি, অনেক অভিজ্ঞতা আছে যেটা তরুণদের সঙ্গে ভাগাভাগি করতে পারি। আর যদি সেটা তাদেরকে লাভবান করে তাহলে আমার জন্য তৃপ্তির হবে। আমার মনে হয় এটা রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা হবে নিজের জন্যও।’
রাজ্জাক প্রস্তাবটা পেয়েছেন বিসিবি’র কাছ থেকেই। কোনো বিদেশি কোচ না মিলায় রাজ্জাককে প্রস্তাব দিয়েছে বোর্ড। এমনটাই জানিয়েছেন এইচপির প্রধান নাইমুর রহমান দুর্জয়, ‘আমরা এখনও কোনো স্পিন কোচ বা পরামর্শক পাইনি হাই পারফরম্যান্স ইউনিটের জন্য। তাই আমরা রাজ্জাককে দায়িত্ব নিতে বলি। সবাই জানি তরুণদের সঙ্গে সে তার অভিজ্ঞতা ভাগাভাগি করতে পারবে। আমি নিশ্চিত সে যদি সময় করে উঠতে পারে তাহলে দারুণ কাজ করতে পারবে। তার দিকনির্দেশনা ছেলেদের তাদের স্কিলে উন্নতিতে সাহায্য করবে।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা