অনলাইন ডেস্ক
দিনের কর্মসূচির শুরুতেই রয়েছে সভাপতিমণ্ডলীর মনোনয়ন। তারপর নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করবে সংসদ। এক্ষেত্রে একজন নতুন ডেপুটি স্পিকারের নাম প্রস্তাব করবেন। তারপর আরেকজন সমর্থন করবেন। পরে স্পিকার প্রস্তাবটি ভোটে দেবেন। সাধারণত সংসদের প্রধান হুইপ এ প্রস্তাব তোলেন। আরেকজন হুইপ বা সিনিয়র সদস্য তা সমর্থন করেন।
নতুন ডেপুটি স্পিকারকে সন্ধ্যা ৭টায় শপথ পড়ানো হবে। সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে এই শপথ অনুষ্ঠান হবে বলে বঙ্গভবন থেকে জানানো হয়েছে।
সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, ডেপুটি স্পিকারের দায়িত্ব নেয়ার জন্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুকে মানসিকভাবে প্রস্তুত থাকার কথা বলা হয়েছে। আলাপচারিতায় তিনি জানান, এখনও কোন চিঠি পাননি। তবে তাঁকে প্রস্তুতি নেয়ার কথা বলা হয়েছে।
ডেপুটি স্পিকার নির্বাচনের পর শোক প্রস্তাব তুলবেন স্পিকার। রেওয়াজ অনুযায়ী প্রয়াত ডেপুটি স্পিকারের মৃত্যুতে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনা শেষে অধিবেশন মুলতবি ঘোষণা করা হবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা