চীন সীমান্ত পেরিয়ে প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বের ১৯টি দেশে পৌঁছে গেছে। তবে সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়েছে ভারতের কেরালা রাজ্যে।
সেখানে তিন জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে বলে নিশ্চিত করা গেছে।
করোনাভাইরাস আক্রান্ত তৃতীয় ব্যক্তির খোঁজ পাওয়ার পরই এটিকে ‘দুর্যোগ’ বলে ঘোষণা করেছে কেরালা রাজ্য সরকার। রাজ্যের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।
সোমবার কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে করোনাভাইরাসকে ‘রাজ্যের জন্য দুর্যোগ’ বলে ঘোষণা করা হলো।
আতঙ্ক ছড়ানোর জন্য নয়; প্রাণঘাতী ভাইরাসটির বিস্তার নিয়ন্ত্রণে রাখতে পদক্ষেপগুলো আরও জোরালো করতে ও নাগরিকদের সচেতন করতে এই ঘোষণা দেয়া হয়েছে বলে জানান তিনি।
এদিকে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ, পুরো কেরালাজুড়ে ২ হাজার ২৩০ জনের বেশি মানুষকে নজরদারির মধ্যে রাখা হয়েছে। এদের মধ্যে অন্তত ৭৫ জন আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। এছাড়া বাকিদের বাড়িতেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত তৃতীয় রোগীকে হাসপাতালে আলাদা করে রাখা হয়েছে। রোগীর অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসকেরা ওই রোগীকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রেখেছেন।
প্রসঙ্গত চীনে করোনাভাইরাস মহামারী আকার ধারণ করছে। প্রতিনিয়তই বাড়ছে মৃত্যুর মিছিল। এখন পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪২৫ জন। আক্রান্ত হয়েছে অন্তত ২০ হাজার মানুষ। এনডিটিভি।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা